• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২৪, ১৭:৫৫
ছবি : আরটিভি

সাভারের আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবদুল হাই (৫০) নামে এক জনকে আটক করে পুলিশ দিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। এর আগে বুধবার রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আবদুল হাই নীলফামারীর ডিমলা থানার সালহাটি এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন আবদুল হাই। রাতে বাড়ি ফাঁকা থাকায় পাশের বাসার ৭ বছরের এক শিশুকে একা পেয়ে একটি খালি ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন তিনি। পরে শিশুটির পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়। অভিযুক্ত ধর্ষণকারীকে রাতে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করে।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, এ ঘটনায় ধর্ষণকারীকে আটক করার পর তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরটিভি/এএএ


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আশুলিয়ায় নিখোঁজের ৬ দিনপর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
নারীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ 
আশুলিয়ায় পাইকারি বাজারে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে
শিশু সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, আটক ১