• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

ছাত্র-জনতার ওপর গুলি, ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২৪, ২১:৩০
ছবি : সংগৃহীত

ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম সম্রাটকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

শফিকুল ইসলাম ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উত্তর জাহানপুরের খুরশিদ আলমের ছেলে।

সূত্র জানান, ফেনী জেলা গোয়েন্দা ও ফেনী মডেল থানা পুলিশের যৌথ টিম অভিযান চালিয়ে বুধবার মধ্যরাতে চট্টগ্রাম হালিশহর এলাকা হতে পলাতক আসামি সফিকুল ইসলাম সম্রাটকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট মহিপালে গণহত্যার ঘটনায় দায়েরকৃত ৬টি হত্যা ও মারধর হত্যা চেষ্টাসহ ৯টি মামলা রয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্রলীগ নেতা সম্রাট হত্যাকাণ্ডসহ ঘটনার সঙ্গে জড়িত ছিল মর্মে স্বীকার করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্ম সিংহ ত্রিপুরা জানান, হত্যাসহ দায়েরকৃত সকল মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

আরটিভি/এএএ/এসএ


মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাব-রেজিস্ট্রি অফিসের বইয়ের পাতা গায়েব, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫
পুলিশের আরও ৪ কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি
রাবির সাবেক প্রক্টরসহ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা 
বিশ্ব মিডিয়ায় শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানার খবর