• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

পূজামণ্ডপে হামলা করতে এসে যুবক আটক

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২৪, ২১:৫২
ছবি : আরটিভি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পূজামণ্ডপে হামলা করতে এসে আনসার সদস্যদের হাতে আটক হয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান (২৬) নামে এক যুবক। ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন আরও ৫ যুবক।

বুধবার (৯ অক্টোবর) রাত ১২টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর কালীরপাট মন্দিরে এ ঘটনা ঘটে।

আটক নুরুজ্জামান পশ্চিম দেবোত্তর গ্রামের মোহাম্মদ ওসিউজ্জামানের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার রাত ১২টার দিকে মন্দিরের পিছন থেকে ৫-৬ জন যুবক বাঁশ ও কাঠের লাঠি নিয়ে এসে মন্দিরে হামলা চালান এবং ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে মন্দিরে অবস্থানকারী ভক্তরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় মন্দিরে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা যুবকদের ধাওয়া করে নুরুজ্জামানকে আটক করে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনেন। পরে ওই যুবককে পুলিশে দেওয়া হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, আটক যুবক পূজামণ্ডপে আঘাত ও ঢিল ছোড়ার সত্যতা স্বীকার করেছেন। তার সঙ্গে থাকা অপর ৫ যুবকের নামও বলেছেন। তাদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে। ওই মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় রাজারহাট থানায় একটি মামলা হয়েছে। আটক যুবককে বৃহস্পতিবার কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরটিভি/এএএ/এসএ


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলাদা জীবন পেল জোড়া লাগানো দুই বোন নুহা ও নাবা
সোনাহাট স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতির আহ্বায়ক কমিটি 
কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে
যশোরে পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি, ৩ যুবক আটক