নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ , ১১:৫০ পিএম


নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা
ছবি : আরটিভি

পটুয়াখালীর মহিপুরে কে কে বি নামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা ও ৩ কোটি টাকার মালামাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ।

জানা গেছে, লতাচাপলী ইউনিয়নে পুনামাপাড়া গ্রামে কে কে বি ইটভাটায় ইট তৈরির কাজে খাপড়াভাঙ্গা নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় এ জরিমানা করা হয়। এ সময় স্পট থেকে ২টি ভেকু, একটি পল্টুন, একটি বাল্কহেড জব্দ করেন। জব্দকৃত মালামাল আনুমানিক বাজার মূল্য ৩ কোটি টাকা। আগামী ৩ দিনের মধ্যে জরিমানা টাকা পরিশোধ না করলে, জব্দকৃত মালামাল নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদারের জিম্মায় জব্দ করতে মালামাল রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি কৌশিক আহমেদ বলেন, খাল থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হবে‌। জব্দকৃত মালামাল ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।

আরটিভি/এএএ 


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission