• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২৪, ০৮:২২
ছবি : আরটিভি

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কাভার্ডভ্যানের চালক।

শুক্রবার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু সড়কের শল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার কর।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আনোয়ারুল ইসলাম। তিনি ঠাকুরগাঁওয়ের মহেশপুর গ্রামে আজহারুল ইসলামের ছেলে। অপরজনের পরিচয় জানা যায়নি। আহত কাভার্ডভ্যান চালকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যমুনা সেতু পূর্ব থানার এস আই শাহাদাত হোসাইন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাক ও উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যান
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার শল্লা এলাকায় পৌছলে ভোর সাড়ে ৫টার দিকে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক আনোয়ার হোসেন ও হেলপার নিহত হয়। আহত হয় কাভার্ডভ্যান চালক। খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতোয়ার হোসেন ও তার সহকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার। নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে ও আহত চালককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মুক্তিতে মিষ্টি বিতরণ
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, হেলপারের মৃত্যু
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিরাপত্তা কর্মী নিহত, ৪ বাসে আগুন
জানাজায় যাওয়ার পথে প্রাণ গেল বৃদ্ধের