নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক মাদরাসায়, অতঃপর...
লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশে অবস্থিত মাদরাসার ভেতরে ঢুকে পড়ায় ১৪ ছাত্র আহত হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে শহরের হাঁড়িভাঙ্গা তালিমুল ইনসান হাফিজিয়া কওমি মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রাক লালমনিরহাট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সামনে হাঁড়িভাঙ্গা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি পাশের হাফিজিয়া কওমি মাদরাসার প্রাচীর ভেঙে কক্ষে ধাক্কা দেয়। এ সময় ওই কক্ষে ঘুমিয়ে থাক ১৪ শিক্ষার্থী আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখানে আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাদরাসায় পাঠানো হলেও ছয়জনকে ভর্তি করেন চিকিৎসকেরা। ট্রাকের চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি জব্দ করে পুলিশে সোপর্দ করে।
লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের গণমাধ্যমকে বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এই ঘটনার পর চালক ও সহকারী পলাতক রয়েছে। এ ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এএএ
মন্তব্য করুন