• ঢাকা শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১
logo

আশুলিয়ায় ৫০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২৪, ১৫:৩৫
ছবি : আরটিভি

সাভারের আশুলিয়ায় ৫০০ লিটার চুলাই মদসহ নিয়ং মারমা (৩৮) নামে এক উপজাতি মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক মাসুদ রানা। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে এই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নিয়ং মারমা খাগরাছড়ির নুনছড়ি মারমাপাড়ার খিদু মামরার ছেলে। তিনি আশুলিয়ার নিশ্চিন্তপুর পূর্বপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী নিয়ং মামরা আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় দীর্ঘদিন যাবত অবৈধভাবে চুলাই মদের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের গত রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ৫০০ লিটার চুলাই মদ উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পূজায় অপ্রীতিকর ঘটনায় ১৭ জন গ্রেপ্তার: আইজিপি
সাভারে ছাত্র হত্যা, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ফ্ল্যাটের ভাগাভাগি নিয়ে তামিমকে হত্যা, গ্রেপ্তার ৫
পূজামণ্ডপে ইসলামি সংগীত বিতর্কে গ্রেপ্তার আরও ১