সাভারে ছাত্র হত্যা, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলায় নিহতের ঘটনার মামলায় রিয়াজুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।
তিনি সাভার পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সাবেক সভাপতি। বৃহস্পতিবার রাতে সাভার পৌরসভার জামসিং এলাকা থেকে রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ৫ আগস্ট রিয়াজুল ইসলাম ও তার সহযোগীরা নিরীহ ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এ ব্যাপারে হতাহতদের পক্ষ থেকে থানায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলামকেও আসামি করা হয়। শুক্রবার সকালে তাকে সাভার মডেল থানার হস্তান্তর করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, শুক্রবার সকালে তাকে সাভার মডেল থানার হস্তান্তর করা হয়েছে। আসামিকে সাত দিনের রিমান্ডে নিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
উল্লেখ্য, দলীয় প্রভাব বিস্তার করে সস্ত্রাসী, চাঁদাবাজি ও ভূমি দখলসহ নানা অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত বলে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
আরটিভি/এমকে
মন্তব্য করুন