• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু 

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২৪, ২২:২৫
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু 
ছবি : সংগৃহীত

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে সাদ্দাম হোসেন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে জামালপুর রেলওয়ে থানায় নিয়ে গেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. রুকন উদ্দিন।

নিহত সাদ্দাম ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গোয়াতলা এলাকার চান মিয়ার ছেলে।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার ওসি বলেন, আজ বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনাটি ময়মনসিংহ নগরীতে ঘটলেও এটি জামালপুর রেলওয়ে থানার আওতাধীন।

তিনি আরও বলেন, ময়মনসিংহ থেকে জামালপুরগামী রিলিফ ট্রেনটি ময়মনসিংহ নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকায় পৌঁছালে মানসিক ভারসাম্যহীন সাদ্দাম কাটা পড়ে নিহত হন।

ঘটনার আইনি প্রক্রিয়া সম্পর্কে ভারপ্রাপ্ত ওসি জানান, নিহতের স্বজনরা থানায় এসে মরদেহ শনাক্ত করেছেন। তাদের সঙ্গে আলাপ করে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ
ময়মনসিংহে বসছে ‘ইউরোপিয়ান আর্ট হাউজ সিনেমা ডে’ এর ৯ম আসর
ময়মনসিংহে পরকীয়া প্রেমিক-প্রেমিকার মৃত্যুদণ্ড
স্ত্রীর সঙ্গে ঝগড়া, ৩ দিন পর ইউপি চেয়ারম্যানের মরদেহ উদ্ধার