• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

কক্সবাজারে রিসোর্ট থেকে পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২৪, ২২:৪৩
কক্সবাজারে রিসোর্ট থেকে পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি : আরটিভি

কক্সবাজারে কলাতলীর মরিয়ম রিসোর্টের একটি কক্ষ থেকে এক পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে রিসোর্টের কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম অমিত বড়ুয়া (৩৪)।

তিনি চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরার বাসিন্দা রাজ বিহারী বড়ুয়ার ছেলে।

এর আগে গত ৮ অক্টোবর সকাল ১১টায় অমিত বড়ুয়া রিসোর্টের ১০৮ নম্বর কক্ষটি ভাড়া নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি ফয়জুল আজিম নোমান।

রিসোর্ট সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে অমিত বড়ুয়াকে চেক আউটের জন্য জানাতে গিয়ে কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয়। রুমের দরজায় বারবার আঘাত করার পরও কোনো সাড়া শব্দ না পাওয়ায় বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানালার সঙ্গে অমিত বড়ুয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

ওসি ফয়জুল নোমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে৷

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী গ্রেপ্তার
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশু নিহত, জীবিত উদ্ধার ২
মালিবাগে আবাসিক হোটেলে প্রবাসীর ঝুলন্ত মরদেহ, প্রেমিকা গ্রেপ্তার
রাখাইনে ফের বিস্ফোরণ, কাঁপছে টেকনাফ সীমান্ত