• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

চাঁদপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবককে নিহত

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২৪, ২৩:০৪
চাঁদপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবককে নিহত
ছবি : সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে চুরি ও পরকীয়ার অভিযোগে গণপিটুনিতে মো. রাকিব হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে রায়পুরের কাজির চর এলাকায় চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনির শিকার হয়ে মৃত্যু হয় তার।

শুক্রবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ হানিফ সরকার।

নিহত রাকিব উপজেলার চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের দক্ষিণ আলোনিয়া গ্রামের আবুল বাশারের ছেলে। রাকিব এক সন্তানের জনক।

এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে আল আমিন নামে একজনের একটি ছোট টিনের ঘরে রাকিব ঘুমিয়েছিল। রাত আনুমানিক সোয়া ১ ঘটিকায় আল আমিনসহ ১০ থেকে ১২ জন যুবক চোর ধরেছি বলে চিৎকার করেন। একই সঙ্গে তাকে মারধর করা হয়। তাদের চিৎকার শুনে আশেপাশের বিপুল সংখ্যক লোকজন সেখানে যায়। পরে গণপিটুনিতে তার মৃত্যু হয়।

চর দুঃখিয়া পূর্ব ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জিল্লুর রহমান বলেন, ‘রাকিব বৃহস্পতিবার গভীর রাতে কাজিরচর এলাকায় চুরি করতে যায়। সেখানে আশপাশের লোকজন টের পেয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে মুমূর্ষু অবস্থায় রাস্তায় ফেলে রাখে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গ্রামপুলিশ আব্দুল মান্নানকে দিয়ে সিএনজিযোগে হাসপাতালে পাঠানো হয়।’

এ দিকে রাকিবের বাবা আবুল বাসার বলেন, ‘আমার ছেলে বৃহস্পতিবার কোনো চুরি করে নাই। সে আল আমিনের ঘরে ঘুমিয়ে ছিলো। ঘুম থেকে উঠিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমার ছেলের হত্যার বিচার চাই।’

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নুসরাত জাহান বলেন, ‘রাকিব নামের ওই যুবককে দুপুর ১২টার সময় জরুরি বিভাগে আনার আগেই তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখম ও মাথায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।’

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ হানিফ সরকার বলেন, ‘রাকিবের নামে ফরিদগঞ্জ থানায় তিনটি চুরির মামলা রয়েছে। এছাড়া রাকিব কিছুদিন আগে একজন প্রবাসীর স্ত্রীকে পরকীয়া সম্পর্কের জেরে নিয়ে গিয়েছিলো। এ সকল ঘটনার প্রেক্ষিতে এলাকার লোকজন তার ওপর ক্ষিপ্ত ছিলো। এর ধারাবাহিকতায় রাকিবকে গণপিটুনি দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে থেমে থাকা জাহাজে দুর্বৃত্তদের হামলা, নিহত বেড়ে ৭
চাঁদপুরে জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার
সান হলিডেজ লিমিটেডের নৌ-বিহার অনুষ্ঠিত
হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন