• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

সীমান্তে ৬৩ লাখ টাকার ভারতীয় আপেল জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২৪, ২৩:৫৫
সীমান্তে ৬৩ লাখ টাকার ভারতীয় আপেল জব্দ
ছবি : আরটিভি

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় ৬৩ লাখ টাকার ভারতীয় আপেল ও একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১১ অক্টোবর) সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা ৫ হাজার ৭০০ কেজি আপেল জব্দ করে সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজিবি জানায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার টু বোগলাবাজার সড়কের বাংলাবাজার ইউনিয়নের কিনরপাড়া নামক স্থান থেকে বিজিবির টহল ভারতীয় আপেল ৫ হাজার ৭০০ কেজি ও ইচার রানার নামে একটি ট্রাকও জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬৩ লাখ ৫০ হাজার টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে আপেলের এই বড় চালানটি জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানি মালামাল স্থানীয় কাস্টমসে জমা করা হবে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা
স্ত্রীর ওপর অভিমান করে পুরুষাঙ্গ কর্তন
যাত্রীবেশে উঠে চালককে হত্যা, অতঃপর...
চালককে হত্যা করে সিএনজি ছিনতাই, মরদেহ উদ্ধার