• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

বজ্রপাতে মেহেরপুরে দুইজনের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ অক্টোবর ২০২৪, ১০:৩৪
ছবি: সংগৃহীত

মেহেরপুর সদর উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আরও এক ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী।

নিহতরা হলেন- দফরপুর গ্রামের কৃষক রাফিজ হোসেন (২৩) এবং সোনাপুর গ্রামের কৃষক আব্দুর রশিদ (৩৪)। আহত ব্যক্তি সোনাপুর গ্রামের আব্দুল মান্নান (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গেল কয়েক দিন ধরে মেহেরপুর জেলায় বজ্রসহ মাঝারি ঝড়-বৃষ্টি অব্যাহত রয়েছে। শুক্রবার সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি জানান, ঘটনার সময় দফরপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে রাফিজ হোসেন বাড়ির পার্শ্ববর্তী মাঠে ঘাস কাটছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সময় সোনাপুর গ্রামের আব্দুর রশিদ ও আব্দুল মান্নান বাড়ির পাশে বিচুলি (গো খাদ্য) সংরক্ষণের কাজ করছিলেন। বজ্রপাতে আব্দুর রশিদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মান্নানকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরটিভি/এফআই/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাগরে আরেকটি লঘুচাপ, যা জানাল আবহাওয়া অধিদপ্তর
মাকে হত্যা করে থানায় হাজির ছেলে
বৃষ্টির বাগড়ায় আগেভাগেই প্রথম দিনের সমাপ্তি, হাঁফ ছেড়ে বাঁচলো উইন্ডিজও
থানায় এসে কেউ যেন সেবাবঞ্চিত না হন: নতুন ডিএমপি কমিশনার