• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

রাজশাহীতে দেবীর বিদায়লগ্নে সিঁদুর খেলায় মাতোয়ারা ভক্তরা

স্টাফ রিপোর্টার (রাজশাহী), আরটিভি নিউজ

  ১২ অক্টোবর ২০২৪, ১৪:৩৬
ছবি : আরটিভি

রাজশাহীর মণ্ডপে মণ্ডপে শঙ্খধ্বনি ঢাক-কাঁসরের সুর আর পুরোহিত ভক্তদের পূজা অর্চনার মধ্যদিয়ে শেষ হয়েছে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। দেবীর বিদায়ে বিষাদের সুরে ডুবেছে সনাতন ধর্মাবলম্বীরা।

শনিবার (১২ অক্টোবর) সকাল থেকে পরিবার ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেছে ভক্তকুল। সকালে নবমী তিথির শেষে দশমীর লগ্ন শুরু হওয়ায় সকাল ৮টায় রাজশাহীর মণ্ডপগুলোয় শুরু হয় দশমী বিহিত পূজা। পরে দর্পণ বিসর্জন ও মায়ের বেদিতে সিঁদুর অর্পণ করেন নারীরা। অঞ্জলি শেষে দেবী দুর্গার মতো স্বামীর দীর্ঘায়ু ও সন্তানের মঙ্গল কামনায় একে অপরকে সিঁদুর ও দেবীর পদধুলি ছুঁইয়ে সিঁদুর খেলায় মাতেন ভক্তরা। প্রার্থনা করেন অমঙ্গলের বিনাশ কামনায়।

মর্তলোক ছেড়ে দশভুজা দেবী দুর্গার বিদায় দশমীতে হলেও দেবীর বিসর্জন হবে রোববার। এ বছর একই দিনে একাধিক লগ্ন থাকায় চার দিনের বিজয় উৎসবের পূজার আনুষ্ঠানিকতা শেষ হলো তিন দিনেই।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবির ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল, আবেদন শুরু ৫ জানুয়ারি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির ঘটনায় অধ্যাপকের শাস্তি বাতিল
রাজশাহীতে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী বাপ্পি ঢাকায় গ্রেপ্তার
রাজশাহী পরিবহন সেক্টরে আ.লীগের দোসরদদের জায়গা নেই: হেলাল