• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

লক্ষ্মীপূজাতেও মন্দিরসহ হিন্দুদের বাড়ি পাহারা দেবে বিএনপি: ফরহাদ হোসেন

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ অক্টোবর ২০২৪, ১৫:৪৭
ছবি : আরটিভি

বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দুর্গাপূজার মতো লক্ষ্মীপূজাতেও বিএনপি স্বেচ্ছাসেবকের মাধ্যমে মন্দিরসহ হিন্দুদের বাড়ি পাহারা দেবে।

শনিবার (১২ অক্টোবর) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ফরহাদ হোসেন বলেন, অতীতের মতো লক্ষ্মীপূজাতে ধামের গান, হুলির গান করতে যা যা সহযোগিতা প্রয়োজন দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সনাতন ধর্মাবলম্বীদের করা হবে। নিশ্চিন্তে নির্বিঘ্নে হিন্দুদের বসবাস করতে বলেন তিনি।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে প্রায় দেড় হাজার লোক শহীদ হয়েছে সেখানে শুধু মুসলমান না হিন্দুরাও প্রাণ দিয়েছে।

এ সময় বোদা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদসহ স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম শুরু আজ
‘জনগণ নয় ভারতের সম্পর্ক ছিল একটি দলের সঙ্গে’
‘ভারতীয় আধিপত্যের হাত থেকে জনগণকে রক্ষার জন্যই বিএনপির জন্ম’
স্কুলছাত্রকে যৌন নির্যাতন: সিরাজগঞ্জের সেই বিএনপি নেতা গ্রেপ্তার