বোন-ভাবিকে কুপিয়ে হত্যা, ২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার
মেহেরপুরের গাংনী উপজেলার শানঘাট গ্রামে আপন বোন ও ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মহিবুল ইসলাম ওহিদ (৪৮)।
শনিবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মেহেরপুর শহরের একটি বাড়ি থেকে গাংনী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, ঘটনার পর মহিবুল পালিয়ে মেহেরপুর শহরের একটি বাড়িতে আত্মগোপন করে। তাকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোন ও ভাবিকে কুপিয়ে হত্যা করার সময় মহিবুল ইসলাম ওহিদ প্রতিরোধের শিকার হয়। এতে তার মাথায় জখম হয়।
প্রসঙ্গত, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার দুপুরে শানঘাট গ্রামের মহিবুল ইসলাম ওহিদ তার আপন বোন জোসনা খাতুন (৫২) এবং ভাইয়ের স্ত্রী জাকিউল ইলমাকে (৪২) কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। মহিবুলের হামলায় আহত তার অপর ভাই জাহিদ ও বোন শামীমা খাতুনকে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।
আরটিভি/এএএ-টি
মন্তব্য করুন