• ঢাকা রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১
logo

কম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে: আমীর খসরু

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ অক্টোবর ২০২৪, ২১:৪৫
ছবি : আরটিভি

যত কম সময়ের মধ্যে সম্ভব, নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে রনদা প্রসাদ সাহার বাড়িতে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন। তাই নির্বাচন তো হতেই হবে। সুতরাং যত কম সময়ে সম্ভব, নির্বাচন ব্যবস্থায় ফিরে গিয়ে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে। এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নাই।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের ঘুষ-দুর্নীতি ও বাজার সিন্ডিকেটের কারণে দেশের মানুষের জীবনমান দরিদ্র সীমার নিচে চলে গেছে। তারা ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে। জীবনযাত্রার মান নেমে গেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় কেন্দ্রীয় বিএনপির শিশুবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম-টি

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘কোনো ধর্মীয় জনগোষ্ঠীকে রাজনৈতিকভাবে ব্যবহার করে না বিএনপি’ 
ডেঙ্গু প্রতিরোধে বিএনপির লিফলেট বিতরণ
লক্ষ্মীপূজাতেও মন্দিরসহ হিন্দুদের বাড়ি পাহারা দেবে বিএনপি: ফরহাদ হোসেন
রাতের আঁধারে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ১০ লাখ টাকার ক্ষতি