• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

দেশে ধর্মচর্চায় কোনো বাধা থাকবে না: শিল্প উপদেষ্টা

আরটিভি নিউজ

  ১২ অক্টোবর ২০২৪, ২৩:২৮
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আমরা চেষ্টা করছি প্রত্যেকটি ধর্মের নাগরিক বাংলাদেশে যেন স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারে। কোনো বাধা থাকবে না, বাধা থাকলে সেগুলো আমরা সরিয়ে দেব। তারা নিজেদের ধর্ম নিজেরা পালন করবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের নাগরিক অধিকার আছে এবং সেই অধিকার প্রতিপালিত হতে হবে, এতে কোনো বাধা থাকবে না।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ সদরের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, যারা সব সময় দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত থাকে, অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সঙ্গে যুক্ত তারাই পূজায় কিছু জায়গায় বিশৃঙ্খলা ঘটিয়েছে।

তিনি আরও বলেন, মুন্সীগঞ্জে সুষ্ঠুভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আশা করি সারা দেশে এই ধারা অব্যাহত থাকবে। কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, তবে আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের আইনের আওতায় এনেছে, সেখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। যেন সবাই ধর্ম পালন করতে পারে, হিন্দু ভাই-বোনরা যেন পূজা নির্বিঘ্নে করতে পারে সেই নিশ্চয়তা কার্যকর করার জন্য এসেছি।

এ সময় তার সঙ্গে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সংস্কার কমিশনের সদস্য নাসিরউদ্দিন এলান, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি গোলজার হোসেন, পূজা উদযাপন পরিষদের নেতাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিগত সাড়ে ১৫ বছর বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল: শিল্প উপদেষ্টা
ফ্যাসিবাদ ঘুরে দাঁড়াতে চাইলে কঠোর হাতে দমন: শিল্প উপদেষ্টা
ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: উপদেষ্টা আদিলুর
বন্ধ চিনিকলগুলো পুনরায় চালুর চেষ্টা হচ্ছে: শিল্প উপদেষ্টা