• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত 

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ অক্টোবর ২০২৪, ১৯:৫০
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত 
ছবি : সংগৃহীত

বগুড়া সারিয়াকান্দি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন সরকারের ছেলে নিরব সরকার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

রোববার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম।

নিরঞ্জন সরকার উপজেলার সদর ইউনিয়নের চান্দিনা নোয়ারপাড়া গ্রমের নারায়ণ চন্দ্র সরকারের ছেলে।

নিহত নিরব পাবনা অ্যাডওয়ার্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের প্রেম যমুনার ঘাটের মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় নিরব সারিয়াকান্দি কুতুবপুর সড়কে মোটরসাইকেল চালানোর সময় স্লিপ করে সড়কে পড়ে যান। এ সময় তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার শারীরিক অবস্থা গুরুতর বিবেচনায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিরব রাত ১১টার দিকে মারা যায়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ছাত্রের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
রাজৈরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬
টাঙ্গাইলে বাসের চাপায় সিএনজিচালকসহ নিহত ২
মাহফিল শেষে ফেরার পথে বাস উল্টে আহত ২০