• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

গভীর রাতে অসহায় মায়ের সিজারিয়ান, প্রশংসায় ভাসছেন চিকিৎসক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

  ১৩ অক্টোবর ২০২৪, ২৩:১১
ডাক্তার
সংগৃহীত

খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্দির পরিদর্শন শেষে গভীর রাতে অসহায় এক মায়ের সিজারিয়ান অপারেশন করে প্রশংসায় ভাসছেন পাইকগাছা উপজেলা বিএনপি সভাপতি ডা. আব্দুল মজিদ।

বিকেল থেকে টানা দুই ইউনিয়নের ১৩টি মন্দির পরিদর্শন করে গভীর রাতে অপারেশন করে তিনি মানবতার উদাহরণ সৃষ্টি করলেন বলে দাবি রোগীর পরিবারসহ সাধারণ মানুষের।

শনিবার (১২ অক্টোবর) বিকাল থেকে রাত প্রায় ১২টা পর্যন্ত চাঁদখালী ইউনিয়নের ৭টা ও লস্কর ইউনিয়নে ৬টা মোট ১৩টা পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। মন্দির পরিদর্শনকালে রাত ১২টার দিকে হঠাৎ খবর আসে লস্কর ইউনিয়নের তন্ময় সরকারের স্ত্রী কৃষ্ণা সরকারকে সিজারিয়ান অপারেশন করতে হবে। কিন্তু পূজার ছুটিতে কোনো ডাক্তার ক্লিনিকে না থাকায় বিপাকে পড়েছে রোগীর পরিবার।

মুমূর্ষু অবস্থায় থাকা রোগীর কথা শুনে অনেকটাই দলীয় প্রোগ্রাম শেষ না করেই সফর সঙ্গীদের সঙ্গে নিয়ে অসহায় মায়ের সিজারিয়ান অপারেশনের জন্য চলে আসেন ডা. মজিদ। বিষয়টি এখন পুরো পাইকগাছায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এ বিষয়ে ডা. আব্দুল মজিদ বলেন, রাজনীতি করতে এসেছি জনগণের সেবা করার জন্য। আর সেই সেবা করতে গিয়ে যদি সময়-অসময় হিসাব করতে হয় তাহলে সেবক হওয়ার কোনো সুযোগ নেই।

আরটিভি/এএইচ/এআর

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিল্লিতে নার্সিং হোমে ঢুকে ডাক্তারকে গুলি করে হত্যা
স্বপ্ন ছিল মাহি ডাক্তার হবে, কিন্তু...
নতুন প্রেমে মজেছেন ঋতাভরী, ডাক্তারকে বিয়ে করছেন না অভিনেত্রী
কাজে ফিরছেন কলকাতার জুনিয়র চিকিৎসকরা