পর্তুগাল বিএনপির পক্ষ থেকে বন্যাদুর্গতদের আর্থিক সহায়তা
সারাদেশে যখন বন্যা পরিস্থিতি অবনতির দিকে ছিল তখন হবিগঞ্জ জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা চুনারুঘাট উপজেলার অনেক অঞ্চল খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হওয়ায় বহু মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। পর্তুগাল বিএনপির পক্ষ থেকে তাদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, চুনারুঘাট পৌরসভার সাবেক পৌর মেয়র নাজিম উদ্দীন সামসুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ খালেদ আহমেদ মিনহাজ।
আরও উপস্থিত ছিলেন চুনারুঘাটের আহমাদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সালাহউদ্দিন বাবরু, চুনারুঘাট যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম সুজন, চুনারুঘাট ছাত্রদলের সদস্য সচিব শাহ পার্থ, চুনারুঘাট পৌর ছাত্রদলের আহ্বায়ক সাইফুর রহমান সুজনসহ আরও অনেকে।
আরটিভি/এএইচ/এআর
মন্তব্য করুন