• ঢাকা বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১
logo

গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২৪, ০৩:০৭
ছবি : সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অনুমোদন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

রোববার (১৩ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা শাখার সভাপতি ইমরান হোসেন শিশিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

অভিযুক্ত ইমরান হোসেন শিশির কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের সাফাইশ্রী গ্রামের আব্দুর রশিদ মাস্টারের ছেলে। তিনি কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক আহ্বায়ক ও বর্তমানে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্বে ছিলেন।

এর আগে, ইমরান হোসেন শিশিরের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ আনেন এক নারী।

এ বিষয়ে অভিযুক্ত ইমরান হোসেন শিশির বলেন, এসব অভিযোগ মোটেও সত্য নয়, ওই মেয়ে কেন এসব কথা বলছে তা আমি বলতে পারব না।

আরটিভি/একে

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পশ্চিমবঙ্গে ২ তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
অভিযোগ ওঠায় সরিয়ে দেওয়া হলো বিচারপতিকে
দৌলতদিয়া যৌনপল্লীতে ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ ভিত্তিহীন