• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২৪, ১০:২১

নরসিংদীর রায়পুরাতে ইলেকট্রিক শক ডিভাইসের মাধ্যমে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের নয়াচরে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ওসি মো. আব্দুল জাব্বার।

নিহত মনির মিয়া রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে।

মনির মিয়ার স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ব্যাটারিচালিত ইলেকট্রিক শক ডিভাইস দিয়ে নৌকায় বসে নদীতে মাছ ধরছিল মনির। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে নদীতে পড়ে যায়। এ সময় সঙ্গে থাকা দুজন জেলে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। স্বজনরা তাকে দ্রুত পাশের ভৈরব উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি মো. আব্দুল জাব্বার বলেন, নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। নৌ-পুলিশ তদন্ত করবে।

তিনি আরও বলেন, এভাবে মাছ ধরা খুবই ঝুঁকিপূর্ণ। ঝুঁকি নিয়ে মাছ ধরতে গিয়ে কিশোর মনিরের মৃত্যু হয়েছে। জেলেরা যেন ইলেকট্রিক শক ডিভাইসের মাধ্যমে মাছ না ধরেন সেই বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে।

আরটিভি/এমকে/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাঁত বোর্ড চেয়ারম্যান অবরুদ্ধ, ৬ ঘণ্টা পর মুক্ত
রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন গ্রেপ্তার
লেখাপড়া না করে দেশ চালাতে গেলে আ.লীগের মতো ভুল করবে: মঈন খান
ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার