• ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১
logo

শরীয়তপুরে কৃষকদল নেতার গাড়িবহরে হামলা, আহত ৬

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২৪, ১০:৪৩
শরীয়তপুরে কৃষকদল নেতার গাড়ি বহরে হামলা, আহত ৬
ছবি : সংগৃহীত

পূজামণ্ডপ পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে শরীয়তপুরের নড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কর্নেল (অব.) এস এম ফয়সালের গাড়িবহরের ওপর বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় ৬ জন আহত হয়েছে। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কর্নেল (অব.) এস এম ফয়সাল গাড়ি বহর নিয়ে নড়িয়া ও সখিপুর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বের হন। রাত ১০টায় নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকার পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাত ১২টার দিকে উপজেলা সদরের মাজেদা শওকত আলী হাসপাতাল এলাকা অতিক্রম করার সময় অন্ধকারে মুখোশধারী শতাধিক লোকজন মোটরসাইকেল নিয়ে এসে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ককটেল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ শুরু করে। এতে ৬ জন আহত হয়। পরে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কর্নেল (অব.) এসএম ফয়সাল বলেন, ‘দুবৃর্ত্তরা আমাদের গাড়ি বহরে হামলা করেছে। আমি বিষয়টি নড়িয়া থানার ওসিকে জানিয়েছি। এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।’

নড়িয়া থানার ওসি মোহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। সেখান থেকে একটি ককটেল উদ্ধার করি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
শরীয়তপুরে ঋণের দায়ে গরু ব্যবসায়ীর আত্মহত্যা
ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ