• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

কয়রায় ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ১ 

পাইকগাছা প্রতিনিধি

  ১৪ অক্টোবর ২০২৪, ১২:৪৯

খুলনার কয়রায় নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ ইয়াকুব সানা (৩৫) নামের একজনকে আটক করা হয়েছে । আটককৃত ইয়াকুব কয়রা সদর ইউনিয়নের ৪নং কয়রা গ্রামের আব্দুল হামিদ সানার সানার ছেলে।

রোববার (১৩ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে ৪নং কয়রা লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৪৫ কেজি হরিণের মাংস, দুটি হরিণের মাথা ও পা জব্দ করা হয়।

কয়রা থানায় নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার লে. কমান্ডার ফয়সাল আল ইমরান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ৪নং কয়রা লঞ্চঘাট এলাকায় দীর্ঘদিন একটি চক্র হরিণ শিকারের সাথে যুক্ত। সেই ভিত্তিতে নিয়মিত টহল পরিচালনার সময় ৪৫ কেজি হরিণের মাংসসহ ইয়াকুব সানা নামের একজনকে আটক করি। আটক ইয়াকুবের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান রয়েছে।

আরটিভি/ডিসিএনই

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভবন নির্মাণকাজ শেষ না করে বিল তুলে পালিয়েছেন সাবেক এমপি
পিরোজপুরে ২৪৭ কেজি হরিণের মাংস উদ্ধার, গ্রেপ্তার ২
কয়রায় উপ‌জেলা চেয়ারম্যানের পোড়া মর‌দেহ উদ্ধার
১৩২ কেজি হরিণের মাংস রেখে পালালেন শিকারিরা