• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট ডুবি, নিখোঁজ ১

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২৪, ১৫:৫৬
সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট ডুবি, নিখোঁজ ১
ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের নাফ নদীর গোলাচর এলাকায় ৯ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় স্মৃতি নুর আলাইশা (৮) নামে এক শিশু নিখোঁজ রয়েছে। এ সময় ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে নাফ নদীর গোলাচর নামক এ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী। নিখোঁজ শিশু সেন্টমার্টিন এলাকার সাদ্দামের মেয়ে।

নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, সেন্টমার্টিন থেকে চালকসহ ৯ জন যাত্রী টেকনাফে ফিরছিলেন। নাফ নদীর গোলাচর নামক এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়েন তারা। এ সময় একটি শিশু নিখোঁজ হয়। পাশে থাকা আরেকটি স্পিডবোট এসে বাকি ৮ জনকে উদ্ধার করে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

এ বিষয়ে শাহপরীর দ্বীপ জেটি এলাকার লাইনম্যান আবদুল্লাহ বলেন, সেন্টমার্টিন থেকে ফেরার পথে একটি স্পিডবোট ডুবে যায়। বিষয়টি জানতে পেরে আমার স্পিডবোট নিয়ে গিয়ে তাদের উদ্ধার করি। উদ্ধার হাওয়া যাত্রীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে পোস্ট দিয়ে সহযোগিতা চাইলেন হিমি
সেন্টমার্টিন যেতে লাগবে ট্রাভেল পাস, মানতে হবে যেসব নির্দেশনা
সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠন
সেন্টমার্টিনে পর্যটন সীমিত করার প্রতিবাদে কক্সবাজারে সড়ক অবরোধ