মানিকগঞ্জে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু
মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের খরসতাই গ্রামের একটি ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যায়।
মৃত শিশুরা হলো, খরসতাই গ্রামের রফিকুল সরকারের মেয়ে স্নেহা আক্তার (৮) এবং পার্শ্ববর্তী কাগজিনগর গ্রামের বাবু গাজীর মেয়ে আনহা আক্তার (৭)। তারা স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও প্রতিবেশী সূত্রে জানা গেছে, দুপুরে মাদরাসা থেকে বাড়ি এসে দুই বান্ধবী মিলে বাড়ির পাশের ডোবার জমে থাকা পানিতে শাপলা ফুল তুলতে যায়। এক পর্যায়ে তারা ওই ডোবার পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, স্থানীয়দের মাধ্যমে খরব পেয়ে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর পুরো বিষয়টি জানা যাবে।
আরটিভি/এফএ
মন্তব্য করুন