সাতক্ষীরার আশাশুনি উপজেলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে তীর্থ মণ্ডল (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
তীর্থ সাতক্ষীরা আশাশুনি সদর ইউনিয়নের উত্তর বলাবাড়িয়া গ্রামের সমীরণ মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তীর্থ মণ্ডল বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত সে পাশের একটি পুকুরে পড়ে যায়।
পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা তাকে পুকুর থকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরটিভি/এফএ-টি