• ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১
logo

সাগরপথে মালয়েশিয়ায় পাচারকালে ২৪ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২৪, ১৯:২৬
রোহিঙ্গা
ছবি: আরটিভি

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে কক্সবাজারের উপকূলীয় এলাকা থেকে নারী-পুরুষসহ ২৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ অক্টোবর) ভোরে উখিয়া উপজেলার ইনানী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে ২৪ জন রোহিঙ্গা নারী ও পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। তারা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

তিনি আরও বলেন, উদ্ধার রোহিঙ্গাদের ব্যাপারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা খুরশিদা বেগম বলেন, আমরা মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে টেকনাফ থেকে ট্রলারে যাত্রা করেছিলাম। মায়ানমারের নৌবাহিনী জলসীমা অতিক্রমের সময় বাঁধা দেয়। এতে মাঝি বোট ঘুরিয়ে ইনানী উপকূলে চলে আসে। আমরা সাগরের মধ্যে ১০ দিনের মতো ছিলাম।

আরটিভি/এফএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের ৮ কর্মকর্তাকে একযোগে বদলি
‘জনগণের পুলিশ হতে যা করা দরকার তা করা হবে’
চার জেলায় নতুন পুলিশ সুপার
নোয়াখালীতে কৃষককে টার্গেট করে প্রকাশ্যে গুলি