• ঢাকা বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১
logo

সোনারগাঁয়ে মেঘনা নদীতে অভিযান, কারেন্ট জাল জব্দ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২৪, ২৩:২২
অভিযান
ছবি: আরটিভি

মা ইলিশ সংরক্ষণে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে অভিযান চালিয়ে এক লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার।

তিনি বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও বৈদ্দ্যেরবাজার নৌ-পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় নদীতে একলাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। তবে কোনো জেলেকে আটক করা যায়নি।

এ সময় উপস্থিত ছিলেন বৈদ্দ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের ফিন্ড এ্যাসিসটেন্ট মোস্তাফিজুর রহমানসহ অন্য পুলিশ সদস্যরা।

জব্দকৃত কারেন্ট জাল নদীর পাড়ে এনে পুড়িয়ে দেওয়া হয় ও মাছগুলো স্থানীয় একটি মাদরাসায় বিতরণ করা হয়।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুটি ট্রলিং জাহাজসহ ৩১ ভারতীয় জেলে আটক করেছে নৌবাহিনী
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি করায় জরিমানা  
নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ১
মা ইলিশ রক্ষায় অভিযান, পদ্মা নদী থে‌কে আটক ৫