• ঢাকা বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ অক্টোবর ২০২৪, ১২:০৭
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ধরাভাঙ্গা গ্রামে মেঘনা নদীতে বালু মহালে ডাকাতির সময় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি শর্টগান, সাত রাউন্ড গুলি ও দুটি রাম দা ও একটি স্পিডবোট জব্দ করা হয়।

সোমবার (১৪ অক্টোবর) রাতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির।

গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী সদর থানার মজিদপুর ইউনিয়নের আলীপুর গ্রামের মো. আরমান, কাজী তারেক, আবু সাঈদ, আমজাদ হোসেন, সাজ্জাদ ও আশরাফুল ইসলাম হিমেল।

ওসি মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সোমবার রাতে মেঘনা নদীতে নৌ-পুলিশ নিয়ে অভিযান চালিয়ে স্থানীয় সাধারণ জনগণের সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

আরটিভি/এফআই-টি

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিআইডি, নৌ, রেল ও হাইওয়ে পুলিশে নতুন প্রধান
ফেসবুকে বেকারদের ফাঁদে ফেলত তারা
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরসহ গ্রেপ্তার ২
কালিয়াকৈরে বাসচাপায় ব্যবসায়ী নিহত