গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ৪৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাদেক আলী ও টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়। বিকেলে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হবে।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদ এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা একটি হত্যা মামলায় গাসিকের সাবেক কাউন্সিলর সাদেক আলী ও আওয়ামী লীগ নেতা রজব আলীকে আসামি করা হয়। মঙ্গলবার দুপুরে টঙ্গী পূর্ব থানা পুলিশ মরকুন টিঅ্যান্ডটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
আরটিভি/এফআই-টি