• ঢাকা বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১
logo

গাইবান্ধায় পাটের গুদামে আগুন, পুড়েছে ৬০০ মণ পাট

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ অক্টোবর ২০২৪, ২৩:৪০
ছবি : আরটিভি

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দরে দুইটি পাটের গুদামে অগ্নিকাণ্ডে অন্তত ২০ লাখ টাকার প্রায় ৬০০ মণ পাট পুড়ে গেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে কামারজানি ইউনিয়নের গোঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

গুদাম মালিক মালিক ও স্থানীয়রা জানান, পাটের গুদামে কোনো বিদ্যুৎ লাইন ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাটের গুদামের পাশে কে বা কারা সিগারেটের আগুন ফেলে রেখে যায়। সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম রেজা মিলু জানান, সকাল সাড়ে ৬টার দিকে কামারজানি বন্দরের হাজি জহুরুল হকের আধপাকা পাটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সেখানে গিয়ে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় ৬০০ মণ পাট পুড়ে যায়। উদ্ধার করা হয় আরও দেড় হাজার মন পাট।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাইবান্ধায় ট্রাকচাপায় প্রাণ গেল ২ বোনের
গাইবান্ধায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার
জমি নিয়ে দ্বন্দ্ব, ভাতিজার হাতে চাচা খুন
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু