• ঢাকা বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১
logo

ভারত থেকে এলো ৫৯৩ টন কাঁচামরিচ

আরটিভি নিউজ

  ১৫ অক্টোবর ২০২৪, ২৩:৫০
ফাইল ছবি।

বেনাপোল বন্দর দিয়ে গত দুদিনে ভারত থেকে ৫৯৩ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ১০ টন ৯৫৬ কেজি এবং সোমবার ৫৮১ টন ৯৭০ কেজি কাঁচামরিচ আমদানি হয়।

বেনাপোল কাস্টমস সূত্র জানায়, দেশের ২৮ আমদানিকারক সোমবার প্রায় ৩ কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করে। প্রতি টনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা।

আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা হিসাবে প্রতি কেজি কাঁচামরিচের আমদানি মূল্য ৬০ টাকা যার শুল্ককর ৩৬ টাকা।

শুল্ক-কর পরিশোধ করে আমদানিকারকরা কাঁচামরিচের এসব চালান খালাস করেছেন।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আজ সন্ধ্যায় এক ট্রাকে ১০ টন ৯৫৬ কেজি কাঁচামরিচ আমদানি হয়েছে। গতকাল ৫০ ট্রাকে ৫৮১ টন ৯৭০ কেজি মরিচ আমদানি হয়।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে সবজির বাজারে মানুষের হাহাকার
বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৫ দিন
চার দিন বন্ধ থাকবে বেনাপোল বন্দর
বেনাপোল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান-পরিচালকের নামে মামলা