• ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১
logo

৪০ ফুট উঁচু মগডালে ভারসাম্যহীন যুবক, অতঃপর...

আরটিভি নিউজ

  ১৬ অক্টোবর ২০২৪, ১০:১৩
৪০ ফুট উঁচু গাছের মগডালে ভারসাম্যহীন যুবক, উদ্ধারে করল ফায়ার সার্ভিস
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় বরকত উল্লাহ (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক রেইন্ট্রি গাছের মগডালে উঠে পড়েছিলেন। খবর পেয়ে এক ঘণ্টার চেষ্টায় প্রায় ৪০ ফুট উঁচু মগডাল থেকে তাকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টায় ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নে হাতিবেড় এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান।

মানসিক ভারসাম্যহীন যুবক বরকত উল্লাহ উথুরা ইউনিয়নের ছৈয়ব আলী শেখের ছেলে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আতিকুর রহমান বলেন, রাতে হঠাৎ খবর আসে উপজেলা উথুরা ইউনিয়নের হাতীবেড় এলাকায় একটি রেইন্ট্রি গাছের মগডালে মানসিক ভারসাম্যহীন যুবক উঠে বসে আছে। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও তাকে নামতে পারছেন না।

তিনি আরও বলেন, খবর পেয়ে আমার নেতৃত্বে ভালুকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনতে সক্ষম হই। উদ্ধারের পর ছেলেটিকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে পিস্তল-গুলিসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার 
সিসি ক্যামেরায় মনিটরিং হবে ময়মনসিংহের ৩৬ থানার কার্যক্রম  
শিক্ষার্থীকে ছুরিকাঘাতের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন 
কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি