• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

আরটিভি নিউজ

  ১৬ অক্টোবর ২০২৪, ১৯:১৪
বিএসএফ
ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকা থেকে হোছন আহমদ (৪১) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।

হোছন আহমদ গোয়াইনঘাটের পশ্চিম পান্তুমাই গ্রামের আবদুল হকের ছেলে।

মঙ্গলবার রাতেই গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে হোছন আহমদের পরিবার। এর প্রেক্ষিতে তাকে ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, ভারত সীমান্তের পাশে গরু চরাচ্ছিলেন হোছন আহমদ। দুপুর ১২টার দিকে তার একটি গরু ভারত সীমান্তের অভ্যন্তরে চলে যায়। পরে হোছন গরুটি ফিরিয়ে আনতে সীমান্তে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা গরুসহ তাকে আটক করে নিয়ে যান।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, হোছন আহমদ নিজের গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। হোছনকে উদ্ধারে পরিবারের সদস্যরা বিজিবির পান্তুমাই ক্যাম্পের সহযোগিতা চাইলে থানায় গিয়ে জিডি করার পরামর্শ দেওয়া হয়।

তিনি বলেন, হোছন আহমদের পরিবার জিডি করেছে। তাকে ফিরিয়ে আনতে বিজিবি সদস্যরা ভারতের বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের উদ্যোগ নিয়েছেন।

আরটিভি/এফএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরু ধরে নিলে গেল বিজিবি, প্রতিবাদে বিক্ষোভ
হিলিতে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির
ভারতীয় দুর্বৃত্তদের ওপর বিজিবির গুলি, পাচার হওয়া কিশোরী উদ্ধার
নদী থেকে ১০ রাউন্ড গুলিসহ অস্ত্র উদ্ধার