• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দিয়ে অটোচালককে হত্যা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ অক্টোবর ২০২৪, ১০:৫৮
সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে ছাব্বির হোসেন (১৮) নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বুধবার (১৭ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ছাব্বির টঙ্গীর দত্তপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে। তিনি অটোরিকশা চালাতেন।

নিহতের স্বজনরা জানিয়েছেন, সাব্বির প্রতিদিন বিকেলে অটোরিকশা নিয়ে বের হয়ে উপার্জন শেষে রাত ১১টার মধ্যে ঘরে ফিরে যেতেন। প্রতিদিনের ন্যায় গতকাল বুধবারও বিকেল ৪টার দিকে বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাত সাড়ে ১০টার দিকে দত্তপাড়া দিঘীরপাড় থেকে তিনজন যাত্রী নিয়ে অটোরিকশাযোগে টঙ্গী পূর্ব থানার দিকে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে হকের মোড় কোকলা গেইটের সামনে পৌঁছামাত্র আটক চার জনসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন উশৃঙ্খল জনতা ছিনতাইকারী সন্দেহে অটোরিকশার যাত্রী ও চালকের পথরোধ করে পিটুনি দিতে থাকে। এ সময় কৌশলে দুই যাত্রী পালিয়ে গেলেও ফেঁসে যান অটোচালক সাব্বির ও যাত্রী মেজবাহ। তাদের দুজনকে বেঁধে বেধড়ক পিটুনি দেয় জনতা। এতে তারা গুরুতর আহত হয়ে পড়লে রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এনে কৌশলে পালিয়ে যায় জনতা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছাব্বিরের মৃত্যু হয়। তবে তার সঙ্গে থাকা যুবককে হাসপাতালে পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদ বলেন, আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে। মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরটিভি/এসএপি-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মা-মেয়েকে এসিডে ঝলসে স্বর্ণালঙ্কার ছিনতাই
আখাউড়ায় ২২টি মোবাইলসহ নারী ছিনতাইকারী গ্রেপ্তার
চালককে হত্যা করে সিএনজি ছিনতাই, মরদেহ উদ্ধার
অস্ত্রসহ ৭ ছিনতাইকারী আটক