• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

সাবেক এমপি সুজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ

  ১৭ অক্টোবর ২০২৪, ১৫:৪৬
ছবি: আরটিভি

ভূমি দখল ও চাঁদাবাজি মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের জামিনের আবেদন নামঞ্জুর করে জেল গেটে দুদিনের জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১২টায় ঠাকুরগাঁও সিনিয়র চিফ জুডিশিয়াল আদালতে তাকে হাজির করা হলে আদালতের বিচারক রহিমা খাতুন এই আদেশ দেন।

আদালতে পুলিশ ওই মামলায় পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে এবং আসামি পক্ষ জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সেই সঙ্গে তাকে জেল গেটে দুদিন জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

মামলার অভিযোগে জানা যায়, মামলার বাদী হাবিবুল ইসলাম বাবলু জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী এলাকায় ক্রয় করা জমিতে গত ১০ আগস্ট গেলে সাবেক এমপির লোকজন ১০ কোটি টাকা চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেয় এবং বাদিকে বেধড়ক পেটায়। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর হাবিবুল ইসলাম বাবলু বাদী হয়ে সাবকে সংসদ সদস্য দবিরুল ইসলাম, তার ছেলে সাবেক সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজনসহ ২৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশ রিমান্ড না দেওয়া অসন্তোষ প্রকাশ করেছেন বাদী ও বাদী পক্ষের আইনজীবী।

আরটিভি/এসএপি-টি

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রীর স্থাবর সম্পদ জব্দের নির্দেশ
শেখ হাসিনাকে দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা
সাবেক এমপি হাজারী-হাবিবুরের দেশত্যাগে মানা
স্ত্রীসহ সাবেক সেনাপ্রধান আজিজের দেশত্যাগে নিষেধাজ্ঞা