• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

আশুলিয়ায় জুয়ার আসর থেকে গ্রেপ্তার ১০

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ অক্টোবর ২০২৪, ১৬:৪৫
ছবি : আরটিভি

আশুলিয়ার একটি রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে আশুলিয়ার বলিভদ্র এলাকার সমশের প্লাজা মার্কেটের পেছনে নূরুল আমিন মণ্ডলের মালিকানাধীন রিকশা গ্যারেজে অভিযান চালায় পুলিশ। সেখানে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। পরে আশুলিয়া থানার উপপরিদর্শক (এস আই) হারুনুর রশিদ তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মামুনুর রশিদ, আসলাম শেখ, দবির উদ্দিন ফকির, ছাইদুল ইসলাম, সুমন মোল্লা, অন্তর শেখ, সুরমান মণ্ডল, কায়েস, আব্দুল আলীম ও আফসারুল ইসলাম। তাদের কাছ থেকে নগদ ৪২ হাজার ১৭৫ টাকা ও ৪ সেট প্লেয়িং কার্ড (তাস) উদ্ধার করে জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই রিকশার গ্যারেজে অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে তারা জুয়া খেলার কথা স্বীকার করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ আগস্ট থেকে নিখোঁজ কিশোর ৭০ দিন পর উদ্ধার 
আশুলিয়ায় ১০ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ২
বিশৃঙ্খলার অভিযোগে আশুলিয়ায় গ্রেপ্তার ১৬
আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে আটক ১