• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

অষ্টগ্রামে কৃষকের মাঝে ১৫ গার্ডেন টিলার বিতরণ

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ অক্টোবর ২০২৪, ১৬:৫২
ছবি : আরটিভি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে ১৫টি গার্ডেন টিলার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলা কৃষি অডিটোরিয়াম প্রাঙ্গণে কৃষকদের মাঝে গার্ডেন টিলার তsলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. দিলশাদ জাহান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, হাওরাঞ্চলের কৃষি উৎপাদন বাড়াতে চলমান প্রকল্প ‘ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ)’ অধীনে সাড়ে ৪০০ কৃষকের ১৫টি গ্রুপের মধ্যে বিনামূল্যে গার্ডেন টিলার বিতরণ করা হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতি ৩০ জন কৃষকের একটি করে গ্রুপ তৈরি করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাদের চাষাবাদ উন্নয়নে ফ্লিপ প্রকল্পের মাধ্যমে ১৫ জন গ্রুপ প্রধানের হাতে গার্ডেন টিলার ও চুক্তিপত্র হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. দিলশাদ জাহান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার, চিকিৎসক নাফিস হায়াত, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রদীপ সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা রায়হান কবির শাকিল, আনিসুল রহমান ও মাহফুজুর রহমান সরকার প্রমুখ।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভৈরবে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার
শিয়ালের কামড়ে আহত ৩০
অষ্টগ্রামে যৌথ অভিযানে লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস