• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

চট্টগ্রামে ১৪০ টাকা ডজনে মিলছে ডিম

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ১৭ অক্টোবর ২০২৪, ১৯:৩৫
ছবি : আরটিভি

চট্টগ্রামের ব্যস্ততম সড়ক বহদ্দারহাট মোড়। সড়কের একপাশে ভ্যানে করে ডিমের খাঁচি নিয়ে হাজির কয়েকজন যুবক। ভ্যানে লাগানো লাঠির আগায় ‘ডিম ডজন ১৪০ টাকা’ লেখা পোস্টার সাঁটানো। সেই পোস্টার চোখে পড়তেই থমকে দাঁড়াচ্ছেন পথচারীরা। কয়েকজন দাঁড়াতেই ভিড় জমে গেছে ভ্যান ঘিরে। যেখানে বেশিরভাগ রিকশা, সিএনজি অটোরিকশাচালক, পোশাক-শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। ডিমের বাজারে আগুনের সময় কমদামে ডিম পেয়ে কিনতে তারা ভিড় জমিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের বহদ্দারহাট মোড়ে এই দামে ডিম বিক্রি করতে দেখা যায় স্থানীয় কয়েকজন পোল্ট্রি খামারিকে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বহদ্দারহাট মোড়ের পাশেই আরাকান সড়কের সামনে একটি ভ্যানগাড়ি দাঁড় করিয়ে ডিম বিক্রি করছেন কয়েকজন পোল্ট্রি খামারি। ভ্যানের ওপরেই থরে থরে সাজানো ডিমের খাঁচি। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামে ডিমের বাজারের সিন্ডিকেট ভাঙতেই মূলত তারা এ উদ্যোগ নিয়েছেন।

খামারি মো. আরিফ বলেন, আমরা উদ্যোগটা নিয়েছি জনগণের জন্য। সরকার নির্ধারিত ডিমের ডজন ১৪০ টাকা। কিন্তু দোকানে ১৭০ থেকে ১৮০ টাকা। আমরা এটা করার কারণ ডিমের দামটা যেন কমে, মানুষের মনে যেন স্বস্তি ফেরে, ডিমটা যেন মানুষ খেতে পারে। তাই সরকার যে দাম নির্ধারণ করেছে সেই দামেই আমরা বিক্রি করছি।

কতদিন এ উদ্যোগ চলবে এবং এর মাধ্যমে ডিমের দাম নিয়ন্ত্রণ সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যতদিন পারি, আমাদের সাধ্যে কুলায় ততদিন করবো। সেটা তিন-চারদিন বা এক সপ্তাহও হতে পারে। দাম না কমা পর্যন্ত আমরা চেষ্টা করে যাব। আমাদের ইচ্ছা আছে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে বিক্রি করবো ডিম।

ডিম কিনতে আসা স্থানীয় বাসিন্দা মো. নাদিম বলেন, এটা ভালো উদ্যোগ। আমরা চাই এভাবে প্রত্যেকটা মোড়ে মোড়ে ডিম বিক্রি হোক ন্যায্য দামে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিমের পর এবার মুরগির বাজারে অস্বস্তি
এবার ডিম ও চিনি আমদানিতে বড় শুল্ক ছাড়
তীরের আঘাতে স্কুলছাত্রের মৃত্যু
আজ থেকে সরকারি দামে ডিম বিক্রি শুরু