• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

নওগাঁয় বেড়েছে মুরগির দাম, কমেছে সবজির 

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ অক্টোবর ২০২৪, ১২:১৭
ছবি : আরটিভি

নওগাঁর বাজারে সব ধরনের মুরগির দাম কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা বাড়লেও কমেছে সবজির দাম। প্রতি কেজি সবজি মিলছে ১০ থেকে ১৫ টাকা কমে।

মুরগি ব্যবসায়ীরা জানিয়েছেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ব্রয়লার জাতের সাদা মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা কেজি, লেয়ার জাতের লাল মুরগি ২৯০থেকে ৩০০ টাকা ও দেশি জাতের মুরগি ৪৫০ থেকে ৪৬০টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা বেশি।

তারা আরও জানিয়েছেন, চাহিদা অনুযায়ী মুরগির আমদানি না থাকায় বাজারে খুচরা ও পাইকারি দামে প্রভাব পড়েছে। এ ছাড়া খাদ্যের দামও বেশি, এটাও একটা কারণ।

অপরদিকে, বাজারে বেগুনের কেজি আগের দাম (১২০ টাকা) থাকলেও কমেছে কাঁচা মরিচ, পটল, দেশি লাউ, ফুলকপিসহ অন্যান্য সবজির দাম। গত সপ্তাহে কাঁচা মরিচ ৩৯০ থেকে ৪০০টাকা কেজিতে বিক্রি হলেও এই সপ্তাহে তা ৩০০টাকা কেজিতে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

তারা জানান, বাজারে ধীরে ধীরে সবজির আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম কমতে শুরু করেছে। সামনের দিনে দাম আরও কমবে।

এদিকে, দ্রব্যমূল্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। তারা বলেন, বাজারের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারি মনিটরিং আরও জোরদার করতে হবে। তা না হলে অতিরিক্ত দামে পণ্য কেনা দুর্বিষহ হয়ে পড়বে।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাগালের বাইরে সবজি, মাছ-মাংসের বাজারও চড়া
ডিমের পর এবার মুরগির বাজারে অস্বস্তি
ময়মনসিংহে সবজির বাজারে মানুষের হাহাকার
লাফিয়ে বাড়ছে সবজির দাম, দিশেহারা নিম্ন-মধ্যবিত্তরা