দোহারে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
ঢাকার দোহারে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম নাজমুল। তিনি দোহার উপজেলার ইকরাসি এলাকার আলী বেপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে বাঁশতলা বাজারে বসে চা খাচ্ছিলেন নাজমুল। এ সময় তিনজন যুবক একটি মোটরসাইকেলে এসে চায়ের দোকানে ঢুকে প্রকাশ্যে নাজমুলকে এলোপাতাড়ি কোপাতে থাকে। নাজমুল নিস্তেজ হয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় নাজমুলকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী মিলন জানান, ঘাতকদের মধ্যে রনি নামে একজনকে তিনি চিনতে পেরেছেন। নিহত পরিবারেরও দাবি রনিই নাজমুলকে হত্যা করেছে।
ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত রনির বাবা চাঁন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
দোহার থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
দোহার আর্মি ক্যাম্পের জেসিও জহিরুল ইসলাম বলেন, আসামিদের ধরতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে কাজ করছে।
আরটিভি/আইএম/এআর
মন্তব্য করুন