ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

কবরস্থানের জমি বিক্রি, দালাল চক্রের বিরুদ্ধে মানববন্ধন 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ , ০৪:২৩ পিএম


loading/img
ছবি : আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লাধুরচর কবরস্থানের জমি জাল দলিল করে প্রবাসী পল্লী (ডিজিটাল রেসিডেন্স) নামে একটি আবাসন কোম্পানির কাছে ৪৬ শতাংশ জমি বিক্রি করে দেওয়ার প্রতিবাদে দালাল চক্রের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেলে কয়েকটি গ্রামের শত শত নারী-পুরুষ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর অটোস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তব্য রাখেন মহজপুর শাহী মসজিদের খতিব মুফতি আবু বক্কর কাসেমী, নোয়াগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য জহিরুল ইসলাম, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য সেলিম, মোস্তফা প্রমুখ।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, নোয়াগাঁও ইউনিয়নের কয়েকটি গ্রামের লাধুরচর কবরস্থান। এ কবরস্থানের ৪৬ শতাংশ জমি জাল দলিল করে নোয়াগাঁও ইউনিয়নের নয়ন বর্মন, দেলোয়ার, মাইনুদ্দিন গংরা, ডিজিটাল রেসিডেন্স কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে যদি এই জমি ফেরত না দেওয়া হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে ডিজিটাল রেসিডেন্সের ম্যানেজার জিল্লুর রহমানকে মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি। 

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |