• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

কবরস্থানের জমি বিক্রি, দালাল চক্রের বিরুদ্ধে মানববন্ধন 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ অক্টোবর ২০২৪, ১৬:২৩
কবরস্থানের জমি বিক্রি, দালাল চক্রের বিরুদ্ধে মানববন্ধন 
ছবি : আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লাধুরচর কবরস্থানের জমি জাল দলিল করে প্রবাসী পল্লী (ডিজিটাল রেসিডেন্স) নামে একটি আবাসন কোম্পানির কাছে ৪৬ শতাংশ জমি বিক্রি করে দেওয়ার প্রতিবাদে দালাল চক্রের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেলে কয়েকটি গ্রামের শত শত নারী-পুরুষ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর অটোস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তব্য রাখেন মহজপুর শাহী মসজিদের খতিব মুফতি আবু বক্কর কাসেমী, নোয়াগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য জহিরুল ইসলাম, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য সেলিম, মোস্তফা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নোয়াগাঁও ইউনিয়নের কয়েকটি গ্রামের লাধুরচর কবরস্থান। এ কবরস্থানের ৪৬ শতাংশ জমি জাল দলিল করে নোয়াগাঁও ইউনিয়নের নয়ন বর্মন, দেলোয়ার, মাইনুদ্দিন গংরা, ডিজিটাল রেসিডেন্স কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে যদি এই জমি ফেরত না দেওয়া হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে ডিজিটাল রেসিডেন্সের ম্যানেজার জিল্লুর রহমানকে মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, নিহত ১
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
সোনারগাঁয়ে বিদেশি পিস্তলসহ আটক ২
সোনারগাঁয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০