• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

মায়ের মৃত্যুবার্ষিকীতে ৩৫০ রোগীকে ফ্রি  চিকিৎসাসেবা দিলেন ছেলে 

আরটিভি নিউজ

  ১৮ অক্টোবর ২০২৪, ১৮:৪৬
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়িতে দিনব্যাপী বিভিন্ন বয়সী ও শ্রেণিপেশার প্রায় ৩৫০ জন রোগীর ফ্রি চিকিৎসাসেবা দিয়েছেন সাইফুজ্জামান শুভ নামের একজন চিকিৎসক। অনেক অসহায় রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও দেন এই চিকিৎসক।

শুক্রবার (১৮ অক্টোবর) দিনব্যাপী ভাঙ্গা পৌর সদরের ৯ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী গ্রামের বাড়িতে তিনি ফ্রি চিকিৎসা দেন।

স্থানীয় সূত্র জানা যায়, ডা. সাইফুজ্জামান ওই গ্রামেরই বাসিন্দা। তিনি ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত এবং ভাঙ্গা উপজেলা সদরের ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহিদুজ্জামান মিয়ার ছেলে। শুভর মা তিন বছর আগে মারা যান। আজ তার মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়িতে দিনব্যাপী বিভিন্ন বয়সী ও শ্রেণিপেশার প্রায় ৩৫০ জন রোগীর ফ্রি চিকিৎসা দেন তিনি। অনেক অসহায় রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও দেন এই চিকিৎসক।

ওই গ্রামের একজন গৃহবধূ বলেন, হঠাৎ ছেলের ঠান্ডা-কাশি দেখা দিয়েছে। খবর পেয়ে ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি কোনো ফি নেননি। প্রয়োজনীয় ওষুধও দিয়েছেন। এমন মানবিক ডাক্তারের জন্য দোয়া এবং তার মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

এ বিষয়ে চিকিৎসক সাইফুজ্জামান শুভ বলেন, দাদার বাড়িতে এমন সেবা দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন প্রায় সাড়ে তিনশ রোগীর সেবা দিতে পেরেছি। আমার এ সেবা প্রতিবছর অব্যাহত থাকবে। আমার মায়ের জন্য সবার কাছে দোয়া চাই।

আরটিভি/এমএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুদিন ধরে পানি নেই কিশোরগঞ্জ সদর হাসপাতালে, ভোগান্তিতে রোগীরা
শরীয়তপুরে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৫০০ রোগী
ডায়াবেটিস রোগীরা কি ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে পারেন?
৬ ধরনের রোগীকে বিশেষ সতর্কতার পরামর্শ