টাঙ্গুয়ার হাওরে সাঁতার কাটার সময় পর্যটক নিখোঁজ
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে সাঁতার কাটার সময় পানিতে ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ পর্যটকের নাম আলী হোসেন। তিনি জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন।
শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে টাঙ্গুয়ার হাওরের তাহিরপুর উপজেলার ওয়াচ টাওয়ার এলাকায় নিখোঁজ হন তিনি। তাকে উদ্ধারের জন্য কাজ করছেন স্থানীয় লোকজন।
স্থানীয়রা জানান, ঢাকায় বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্যক্তিরা শুক্রবার সকালে একটি হাউজবোট নিয়ে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়েছিলেন। দুপুরে হাউজবোট থেকে ছোট নৌকা দিয়ে ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যান কয়েকজন। এ সময় লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে নেমে সাঁঁতার কাটতে থাকেন আলী হোসেন। সাঁতারের একপর্যায়ে তিনি ডুবে যান তিনি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, টাঙ্গুয়ার হাওরে সাঁতার কাটতে গিয়ে একজন পর্যটক নিখোঁজ হয়েছেন। তিনি জনতা ব্যাংকে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয় লোকজনও পুলিশের সঙ্গে কাজ করছে।
আরটিভি/এমকে/এসএ
মন্তব্য করুন