• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

টাঙ্গুয়ার হাওরে সাঁতার কাটার সময় পর্যটক নিখোঁজ

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ অক্টোবর ২০২৪, ২১:০৩
টাঙ্গুয়ার হাওরে সাঁতার কাটার সময় পর্যটক নিখোঁজ
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে সাঁতার কাটার সময় পানিতে ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ পর্যটকের নাম আলী হোসেন। তিনি জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে টাঙ্গুয়ার হাওরের তাহিরপুর উপজেলার ওয়াচ টাওয়ার এলাকায় নিখোঁজ হন তিনি। তাকে উদ্ধারের জন্য কাজ করছেন স্থানীয় লোকজন।

স্থানীয়রা জানান, ঢাকায় বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্যক্তিরা শুক্রবার সকালে একটি হাউজবোট নিয়ে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়েছিলেন। দুপুরে হাউজবোট থেকে ছোট নৌকা দিয়ে ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যান কয়েকজন। এ সময় লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে নেমে সাঁঁতার কাটতে থাকেন আলী হোসেন। সাঁতারের একপর্যায়ে তিনি ডুবে যান তিনি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, টাঙ্গুয়ার হাওরে সাঁতার কাটতে গিয়ে একজন পর্যটক নিখোঁজ হয়েছেন। তিনি জনতা ব্যাংকে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয় লোকজনও পুলিশের সঙ্গে কাজ করছে।

আরটিভি/এমকে/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক উল্টে অটোরিকশাকে চাপা, নিহত ১
সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা
স্ত্রীর ওপর অভিমান করে পুরুষাঙ্গ কর্তন