• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে প্রতারণা, নারী গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ১৯ অক্টোবর ২০২৪, ০৬:০৮
পান্না বেগম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে মারা যাওয়া কথিত ব্যক্তির বিমার পাঁচ মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে অভিনব উপায়ে প্রতারণার অভিযোগে পান্না বেগম নামে চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

এর আগে বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রতারণার নগদ ৬ লাখ ১ হাজার ২৫০টাকা, বিভিন্ন ব্যাংকের ৩৬টি হিসাব নম্বরের চেকের পাতা, ৩টি ভিসা কার্ড, প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল, পান্না ইন্টারন্যাশনাল নামক ভুয়া এজেন্সির ভিজিটিং কার্ড ও সিল প্যাড উদ্ধার করা হয়েছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন জানান, প্রতারণার অভিযোগে গত ১২ অক্টোবর নিউমার্কেট থানায় ভুক্তভোগী মো. নুরুজ্জামান বাদী হয়ে একটি মামলা করেন।

তিনি জানান, গ্রেপ্তার পান্না বেগম সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য হিসেবে অ্যান্না হ্যারিসর নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করত। এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে একই কৌশলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিকে আদলতে নিলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ ছাড়া মামলার সুষ্ঠু তদন্ত ও প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর অ্যান্না হ্যারিসন নামে একটি ফেসবুক আইডি থেকে ভুক্তভোগী নুরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করে। আইডি থেকে জানানো হয়, বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ বেলটন যুক্তরাষ্ট্রে কর্মরত অবস্থায় মারা গেছে। যুক্তরাষ্ট্রের এলাইনস ব্যাংকে বেলটনের পাঁচ মিলিয়ন ডলার জমা রয়েছে। পরে হ্যারিসন তাকে মৃত ব্যক্তির আত্মীয় পরিচয় দিয়ে এলাইনস ব্যাংক ম্যানেজারের নম্বর দেয়।

তিনি ভুক্তভোগীকে জানান, বিমার টাকা পেতে হলে আপনাকে ৭৬ হাজার মার্কিন ডলার পাঠাতে হবে। ওই পরিমাণ টাকা একটি পেমেন্ট স্লিপ দিয়ে চক্রটি জানায়, শিপিং কোম্পানিতে ২টি ল্যাগেজে পুরো অর্থ পাঠানো হয়েছে। প্রমাণ স্বরূপ একটি ভিডিও পাঠিয়ে দেয়। এসময় চক্রটি বিমা খরচ ও ডেলিভারি খরচ বাবদ ১ লাখ ৮৫ হাজার টাকা পাঠাতে বলেন। তাদের কথা মতো ডাচ বাংলা ব্যাংকের উত্তরা শাখার হিসেব নম্বরে পাঠিয়ে দেয়। এরপর ধাপে ধাপে চারবারে ভুক্তভোগীর কাছ থেকে ১৭ লাখ ৬৭ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় চক্রটি।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবি ক্যাম্পাসে গাছে ঝুলতে থাকা লাশের পরিচয় মিলেছে
সিরাজগঞ্জে ১৫ পুলিশ হত্যা: সাবেক মন্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
তিন বাহিনীর পোশাকের ডিজাইনারকে গ্রেপ্তারের দাবি আসিফ আকবরের
পুলিশের পোশাক গোলাপি রঙের করার আহ্বান উমামার