• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে টাকা ছিনতাই

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ অক্টোবর ২০২৪, ০৯:৫৯
ছবি : আরটিভি

মাদারীপুরের শিবচরে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে ৪ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার পাঁচ্চরের সোনাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই ব্যবসায়ী কমল বণিক (৫৫) সোনাপট্টি এলাকার অনিল বণিকের ছেলে।

স্থানীয়রা জানান, পাঁচ্চর বাজারের মুদিখানা ব্যবসায়ী কমল বণিক প্রতিদিনের ন্যায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে বাড়িসংলগ্ন মন্দিরে প্রণাম করার সময় চার-পাঁচজনের একটি ছিনতাইকারী দল মাথায় হাতুড়িপেটা করে ব্যাগে থাকা ৪ লাখ ২০ হাজার টাকা ছিনতাই করে এবং ব্যবসায়ী কমল বণিককে গুরুতর আহত করে। পরে আহত ব্যক্তিকে পাঁচ্চর-শিবচর আঞ্চলিক সড়কে অবস্থিত শাহ্ নেছার নামের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়।

শিবচর থানার ওসি মো. মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিককে স্বামী হিসেবে না পেয়ে কিশোরীর আত্মহত্যা
মাদারীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে যুবককে কুপিয়ে হত্যা
শিবচরে বিএনপি নেত্রীর বাসায় দুর্ধর্ষ চুরি
শিবচরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ