ঝালকাঠিতে ২ জেলেকে এক বছরের কারাদণ্ড
ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে দুই জেলে আটক করে এক বছরের কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের জেল প্রদান করা হয়েছে।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল ইসলামের নেতৃত্বে নৌ পুলিশের সহযোগিতায় সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালানো হয়।
আটকরা হলেন- মো. মেহেদী ও জিয়া খান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত জেলেদের কারাদণ্ড প্রদান করেন। এ সময় ২৫ হাজার মিটার জাল, ১৫ কেজি মাছ ও একটি নৌকা জব্দ করা হয়। মাছগুলো বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়। আটক জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করে নৌকা ভেঙে ধ্বংস করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ সংরক্ষণে সুগন্ধা ও বিষখালী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় দুই জেলেকে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। ইলিশ সম্পদ রক্ষায় জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ অভিযান ৩ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
আরটিভি/এএএ
মন্তব্য করুন