• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

আন্দোলনে আহত হয়ে যারা চিকিৎসাধীন, তারা জীবন্ত শহীদ: জামায়াত আমির

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ অক্টোবর ২০২৪, ১৫:৫৩
ছবি : আরটিভি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আন্দোলনে যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন, তারা জীবন্ত শহীদ হিসেবে পরিণত হয়েছেন। হাসপাতালে গত দুই মাসের অধিক সময় ধরে তারা আছেন, অন্যের সাহায্য ছাড়া কিছুই করতে পারেন না। চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হিসেবে যা বুঝতে পারি যতদিন তারা বেঁচে থাকবেন, এভাবেই তাদের বেঁচে থাকতে হবে।

শনিবার (১৯ অক্টোবর) জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে হেফজুল উলুম কামিল মাদরাসা ময়দানে আয়োজিত রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, জালিমরা অনেকের চোখের আলো কেড়ে নিয়েছে, অন্ধকারে ঠেলে দিয়েছে। বিগত ১৫ বছরের স্বৈরশাসন জনগণ এদেশে আর দেখতে চাই না।

তিনি আরও বলেন, জনগণের সবার অধিকার নিশ্চিত করে সবার সঙ্গে কথা বলার সুযোগ রেখে সার্বভৌম বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই।

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার হিফারীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।

এ ছাড়াও অন্যান্যের মধ্যে দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিগত সরকারের গুম-খুনের বিচার বাংলাদেশে হবে: জামায়াত আমির
মানুষের মাঝে কোনো বৈষম্য থাকবে না: জামায়াত আমির 
আওয়ামী লীগই বাংলাদেশের চরমপন্থী ও সন্ত্রাসী দল: জামায়াত আমির
গণমানুষের কল্যাণই জামায়াতের রাজনীতির আদর্শ: শফিকুর রহমান